এতো আইন করার পরও নারীদের ওপর সহিংসতা বন্ধ না হওয়ায় নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে। চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস।

বৃহস্পতিবার বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

তার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দেন।