দেশের স্বার্থে মত প্রকাশের জন্য একজন সাংবাদিকের আদালতে যাওয়া কাম্য নয় বিধায় প্রেস কাউন্সিলকে সক্রিয় করার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্পাদক পরিষদ কর্তৃক ‘৫০ বছরের বাংলাদেশ : গণমাধ্যমের অর্জন ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, দেশের স্বার্থে মত প্রকাশের জন্য একজন সাংবাদিককে আদালতে যেতে হবে, সেটা কখনও কাম্য নয়। এর সমাধান হতে পারে প্রেস কাউন্সিলকে সক্রিয় করা।