আবুল হাশেম রাজশাহী: বঙ্গবন্ধুর জীবন আদর্শের অনুপ্রেরণা। যার সহচার্যে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বনেতা বাঙালি জাতির জনক । সেই মহীয়সী নারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন আজ ৯১ তম জন্মদিন।
রবিবার (৮ আগষ্ট) সকাল ১১ টায় সারা দেশের নেয় রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনায় বাঘা উপজেলার দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাপাতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন, সিরাজুল ইসলাম মুন্টু, মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ওয়াহেদ সাদিক কবির,প্রচার সম্পাদক শফিকুর রহমান শফিক, সদস্য মাসুদ রানা তিলু, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান শাহিদ, সাধারণ সম্পাদ আব্দুল মতিন মতি, গড়গড়ি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম , চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল দেওয়ান , আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুর রহমান পিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, উপজেলা সৈনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুবাইদুল হক, সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব নারী জগতের আদর্শ। বঙ্গবন্ধুর জীবন আদর্শের অনুপ্রেরণা। যার সহচার্যে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বনেতা বাঙালি জাতির পিতা। বঙ্গমাতা এমন একজন নারী যে সবসময়ই বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছে। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে সব সময় বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে সাহস যুগিয়েছে। সকল সংকট মুহূর্তে বঙ্গবন্ধুকে উৎসাহিত করেছেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মমভাবে হত্যা করেছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজীবন থাকবে বাঙালীর মাঝে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।