বাংলাদেশসহ এশিয়া এবং ইউরোপের আরও ৮ দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নেবে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল-হামাদ বলেন, এই ৮টি দেশ ছাড়া আরও ১৬টি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

সৌদি আরবের গৃহকর্মী নেওয়ার অনুমোদন দেওয়া দেশগুলো হলো—ফিলিপিন্স, নাইজার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাসকার, উজবেকিস্তান, কম্বোয়িা, মালি ও কেনিয়া।

দেশটিতে অধিকার এবং দায়িত্ব সম্পর্কে কর্মীদের অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ এবং নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তি-ভিত্তিক সম্পর্কসহ এ সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানোর জন্য ওই কর্মসূচি নেওয়া হয়েছে।