দেশের বিভিন্ন স্থানে পশ্চিমা লঘুচাপ সৃষ্টি হওয়ায় শুরু হওয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকবে। শৈত্যপ্রবাহ না থাকলেও কুয়াশার সঙ্গে উত্তরের হাওয়ায় শীতের অনুভূতি একটু বেশি অনুভূত হচ্ছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এমন আবহাওয়া আরও দুয়েকদিন অব্যাহত থাকতে পারে।
রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার (২৩ জানুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।