মাঘের কনকনে শীতে টানা ৩ ধরে কাঁপছে উত্তরবঙ্গসহ পুরো দেশ। দেশের মধ্যে রংপুর-রাজশাহী বিভাগসহ উত্তরাঞ্চলের জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। রাতভর হিমেল হওয়ার সাথে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। গতকাল রোববার (৩০ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, চলতি মৌসুমের তৃতীয় দফা শৈত্যপ্রবাহ চলছে। তবে এই শীত দীর্ঘস্থায়ী হচ্ছে না। শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা।

আগামী ৩ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। যার সঙ্গে থাকা ঘূর্ণাবর্তের জেরে ৪ ও ৫ ফেব্রুয়ারি সারাদেশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে, আগামীকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃষ্টির পর ফের শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

 

কলমকথা/বি সুলতানা