মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি:বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। কৃতজ্ঞতা জানানো হয় তাদের অবদানের জন্য।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ্, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।