রাজধানী ঢাকায় গত বছরের এই সময়ের তুলনায় বর্তমানে মশার ঘনত্ব বাড়ছে উল্লেখ করে এক গবেষণায় বলা হয়েছে, গত বছরের জুন-জুলাই মাসে যে পরিমাণ মশা বৃদ্ধি পেয়েছে তার তুলনায় ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এসে মশার ঘনত্ব প্রায় দ্বিগুণ হয়েছে।

জরুরী পদক্ষেপ না নেয়া হলে সেই সময়ের তুলনায় চলতি মার্চ মাসে মশার ঘনত্ব চারগুণ বৃদ্ধি পাবে বলে গবেষণায় সতর্ক করা হয়। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য জানানো হয়েছে।

গবেষণাটি পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়টির প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. কবিরুল বাশার। তিনি জানান, মশা নিয়ে পুরো বছর জুড়েই গবেষণা চালানো হয় এবং গত দুই বছর ধরেই এটা চলছে। চলতি মাসেই সদ্য শেষ হওয়া জরিপের দেখা যায়, গত বছরের জুন-জুলাই মাসের তুলনায় বর্তমানে মশার ঘনত্ব দ্বিগুণ। আর যেভাবে এটা বাড়ছে, তা মার্চের মধ্যে চারগুণ হয়ে যাবে।

 

কলমকথা/সাথী