রাজধানীর মিরপুরের ১১ নম্বরের সি ব্লকে লিকেজ থেকে গ্যাস লাইনে বিস্ফোরণে শিশু-পথচারীসহ ৭ জন দগ্ধ হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। দগ্ধরা হলেন— নওশীন (৫) শফিক (৩৫),সুমন ( ৪০),রোওশনারা (৭০),রিনা (৫০),নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ‌্যে নওশিনের ১৫%, শফিকুলের ৮৫%, সুমনের ৪৫%, রওশন আরার ৮০%, রিনার ৭০%, রেনুর ৩৮% ও নাজনীনের ২৭% শতাংশ পুড়ে গেছে।এদের মধ্যে শিশুসহ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান,তার ৬ তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল।

দুই দিন আগে গ্যাস লিকেজ ঠিক করা হয়। রাত ১টার সময় বিকট শব্দে লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ২ পথচারী ও নিচতলা বাসার ভাড়াটিয়াসহ আরও ৫ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শিশু নওশীনকে আইসিইউতে নেওয়া হয়েছে। ডা. এসএম আইউব হোসেন জানান,মিরপুর থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ৭ জন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে।