বাংলাদেশ সরকারের উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ছে ১৭৫ কর্মকর্তা। গতকাল বুধবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রথম প্রজ্ঞাপনে পদোন্নতি দেয়া হয়েছে দেশে কর্মরত ১৬৫ জন কর্মকর্তা। এছাড়া আর দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে কর্মরত ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ইমেইল [email protected] এ প্রেরণ করবেন। এরপর তাদের পদায়নের আদেশ জারি করা হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) পাওয়া যাবে।