ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী ৫০ বছরে বাংলাদেশ কেবল উন্নয়নের রোল মডেলই হবে না, গণতন্ত্রের রোল মডেল হবে। গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশন গঠনে সংবিধানের বিধান অনুসারে আইন প্রণয়নের দাবি কেবল ন্যায্য নয়, একান্তই প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন রাশেদ খান মেনন।

তিনি বলেন, ‘নির্বাচনকে প্রশ্নাতীত করার জন্য যেমন একটি কার্যক্ষম ও স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন, তেমনই প্রয়োজন প্রশাসনিক হস্তক্ষেপ ও সহিংসতার কার্যকর নিয়ন্ত্রণ।’

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কিশোর রায় প্রমুখ।