প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম জমা দিয়েছে সার্চ কমিটি। রাষ্ট্রপতি নামগুলো পর্যালোচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন, যা শিগগির প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সার্চ কমিটির পাঁচ সদস্য বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে যান। তারা রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দেন। অসুস্থতার কারণে অনুসন্ধান কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বঙ্গভবনে যেতে পারেননি।
তিনি আরও জানিয়েছেন, রাষ্ট্রপতি ১০ জনের নামের তালিকা গ্রহণ করেছেন। এখন তিনি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। খুব দ্রুত পাঁচজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।