• লোহাগড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ৮টায় লোহাগড়া উপজেলা আ.লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়।

বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গেসঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এর পর লোহাগড়া উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবুন্ধর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন।

উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আ. হান্নান রুনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি মুন্সি আলাউদ্দিন (অালা) সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ, ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন, আ.লীগের সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, নিসরাপ,লোহাগডা প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন, সুধীসমাজ, জনপ্রতিনিধি ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্হিত ছিলেন।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০