রমজান মাস উপলক্ষে আগামীকাল (১২ এপ্রিল) থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প ক্ষেত্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটর করবে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম। সোমবার (১১ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। শিল্প শ্রেণির গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, রমজানে আবাসিক খাতে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসে বিকেলে যখন রান্নাবান্নার চাপ শুরু হয়, তখন গ্যাসের চাপ কমে যায়। এতে বাসায় ইফতার বানানোসহ রান্না-বান্না করতে ব্যাপক সমস্যা হয় আবাসিক গ্রাহকদের। এ কারণে বাধ্য হয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।