![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/01/পাঁচ-সাংবাদিক-পাচ্ছেন-ট্যাক্স-কার্ড-630x420-1-400x225.jpg)
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০১৯-২০২০ অর্থবছরে সর্বোচ্চ ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দিচ্ছে।
জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৫টি এবং অন্যান্য ১২টি এ তিন ক্যাটাগরিতে তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার।
৭৬ ব্যক্তির মধ্যে ট্যাক্স কার্ডের তালিকায় রয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, চ্যানেল আইয়ের ডিরেক্টর অ্যান্ড হেড অব নিউজ শাইখ সিরাজ ও সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২০ জানুয়ারি প্রকাশিত গেজেট অনুযায়ী সাংবাদিকদের মধ্যে সর্বোচ্চ কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন এই পাঁচ সাংবাদিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।