জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী করে ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন।
তবে কমিটিতে ৪টি পদ খালি রাখা হয়েছে।সোমবার (১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসানইন বাবু জানান, গত ২৯, ৩০ ও ৩১ অক্টোবর তিন দিনব্যাপী গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে তিন দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।