সারাদেশে ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এ শৈত্যপ্রবাহ থাকতে পারে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারির মধ্যে শীত পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটবে। ১৫ ফেব্রুয়ারির দিকে বসন্তের আগমনে প্রাকমৌসুমি সমীরণ শুরু হতে পারে।

আর এর মাধ্যমে এবারের শীত বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আবহাওয়াবিদ জানান, পশ্চিমী ঝঞ্ঝা ও দেশের ভেতরে থাকা গুচ্ছ গুচ্ছ মেঘপুঞ্জের ফলে কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়।

অঞ্চলভেদে বুধবার থেকে এ বৃষ্টি শুরু হয়ে শনিবার পর্যন্ত চলে। বৃষ্টির পর আসা এ শীত তিন-চার দিন স্থায়ী হতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো স্থানে তা ইতোমধ্যে শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে।

 

কলমকথা/বি সুলতানা