শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ আইনকে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। বুধবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশের তামাক বিরোধী জোটের উপদেষ্টা আবু নাসের খান বলেন, আমি বলছি না সবাই সিগারেটের ভিতরে অন্যান্য তামাক দিয়ে সেগুলো স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়। কিন্তু অনেকেই এটা করে। আমরা যেভাবে চাচ্ছি সেভাবে এটা হচ্ছে না। মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে অনেক বেশি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।