আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন সিইসিসহ কমিশনাররা।
প্রথম দিনেই ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নতুন কমিশনাররা। এর আগে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন। এরপর রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আসেন তারা।
জানা গেছে, সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দফতরে প্রবেশ করেন। এ কক্ষে বসেই আগামী পাঁচ বছরের নানা নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনা করবেন তিনি।
কলমকথা / বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।