সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়েছে। দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় এক বৈঠকে এ বছরের হজ চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে পারবেন।

সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পক্ষে তিন সদস্যের একটি প্রতিনিধি দল চুক্তিতে সই করে। ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এবং হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

চুক্তি অনুযায়ী, এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৪ হিজরী সালের পবিত্র হজ আগামী ২৮ জুন হবার কথা।