সৌদি আরবের মদিনাস্থ দোবাই ভিত্তিক মাল্টি ন্যাশনাল কোম্পানী বিইয়াতে কর্মরত ১৭০০ বাংলাদেশী শ্রমিককে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার খবরটি নিশ্চিত করেছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর কাজী ইমদাদুল হক। ওই কোম্পানিতে ২ হাজার ২২৫ জন বাংলাদেশী শ্রমিক কাজ করেন বলেও জানান তিনি।

তিনি জানান, গত তিন বছর আগে দাল্লা কোম্পানিতে কাজ না থাকায় প্রায় চার হাজার শ্রমিক বিইয়া ও মাজাল্লা কোম্পানিতে কাপালা বা ট্রান্সফার হয়। তার মধ্যে বিইয়া কোম্পানিতে ২ হাজার ২২৫ জন বাংলাদেশী শ্রমিক কাপালা হয়ে কাজ শুরু করেন।

কিছু সমস্যা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কোম্পানির লোকজন বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয় এবং এক জায়গায় আগুন লাগিয়ে দেয় তারা। যেটা সৌদি আরবের আইনের সম্পূর্ণ পরিপন্থী।

কাজী ইমদাদুল হক জানান, কোম্পানির কাছে আমরা অনুরোধ করছি যেন মামলা না দেয় এবং শ্রমিকদের দেশে না পাঠাতে, কোম্পানীর কর্মকর্তারা আমাদের অনুরোধে যারা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিল না তাদের মধ্য থেকে ৫০০ জনের মতো রাখার কথা জানান এবং বাকি শ্রমিকদের তাদের পাওনা বুঝিয়ে দিয়ে এক্সিট দেন এবং পর্যায়ক্রমে তাদের দেশে পাঠানোর কথা জানান।

এদিকে বিইয়া কোম্পানিতে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সুপারভাইজার আকরাম এর সাথে টেলিফোনে জানতে চাইলে তিনি বলেন, তিন বছর আগে দাল্লা কোম্পানি থেকে আমরা যারা বিইয়া কোম্পানিতে কাফালা বা ট্রান্সফার হয় সেই সময় কোম্পানির লোকজন আমাদের তিন মাস গড়িমসি করে শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে, আমাদের একামা বেতন ও সমস্যা নিয়ে কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা এটাকে আন্দোলন বলে চালিয়ে দেয়।