ইউক্রেনে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ আজ রোববার (১৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও আজ আসছে না।
রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইস্তাম্বুলে ভারী তুষারপাত হওয়ার কারণে সেখান থেকে ঢাকাগামী নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আগামীকাল (সোমবার) দুপুরে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে।
এর আগে শুক্রবার (১১ মার্চ) বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন জানান, রোববার (১৩ মার্চ) রাত আনুমানিক আটটার দিকে তার্কিশ এয়ারলাইন্সে হাদিসুরের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
প্রসঙ্গত, ২ মার্চ রকেট হামলায় হাদিসুর রহমান মারা যান। এরপর বেঁচে যাওয়া বাকি ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।
বুধবার (৯ মার্চ) দুপুরে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের বেঁচে যাওয়া বাকি ২৮ জন নাবিক দেশে ফিরে আসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।