বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে এক টুইট বার্তায় মমতা বলেন, সবার মনে আছে, ১৯৭১ সালে কি সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা অভিবাদন জানাই।

এছাড়া এই কৃতিত্বে আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রাণিত করে। এদিকে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুধবার ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণেই ‘বিশেষ অতিথি’ হিসেবে তার এই সফর।