রাষ্ট্রপতি আবদুল হামিদের তিন দিনের অবকাশ যাপনে কারণে আগামী ৯-১৪ মে পর্যন্ত সব রিসোর্ট-কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবস্থান করার কথা রয়েছে তার।
এসময় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তাজনিত কারণে ৬ দিন সাজেকের রুইলুই ও কংলাক পাহাড়ে অবস্থিত সকল রিসোর্ট-কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রিসোর্ট মালিক সমিতি।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট-কটেজ বন্ধ থাকবে। ১৫ মে থেকে আবার সব রিসোর্ট পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে সাজেক জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সঙ্গে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সমিতির ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।