সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি”এ শ্লোগানকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন,
উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহম্মেদ, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা গোবিন্দ কুমার দে ও জিএম বাবলুর রহমান, মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।