দেশের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ব্যাংক খাতে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৬ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খন্দকার মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালত বলেন, দেশের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ব্যাংক খাতে। এভাবে চললে দেশ এগোবে কিভাবে? ব্যাংকাররা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। ব্যাংকিং খাতকে এভাবে চলতে দেয়া যায়না।
পরে আসামীদের উদ্দেশ্যে আদালত বলেন, আপনাদের জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমান কম হওয়ায় আত্মসমর্পনের সুযোগ দেয়া হলো। আদালতে আসামীদের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাঈনুল ইসলাম।
অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। এছাড়াও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।