হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চিলমারী নদীবন্দর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। আজ সকালে তিনি এ নদীবন্দর পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশ্রয়ন-২ প্রকল্পের মহাপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বিভাগীয় কমিশনা মোঃ সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরফীন, জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুর রহমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগমসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তারা রৌমারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর আগে সকাল সাড়ে ৮টায় তারা কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।