জন্ম নিবন্ধন ইস্যুতে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম। রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার জন্য মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জন্মনিবন্ধন ইস্যুটা ইদানিংকালে খুব বার্ণিং ইস্যু হিসাবে আমরা দেখছি। তারপরও কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। জন্মনিবন্ধন প্রাপ্তি কিভাবে আরো সহজ করা যায়, সেজন্যই আজকে আমরা বসেছি, যাতে কাউকে হয়রানি করতে না পারে।

তিনি আরও বলেন, অটোমেশন হয়ে মানুষ যেভাবে জন্মনিবন্ধন পাচ্ছে, সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো আমরা চিহ্নিত করেছি। সেটি ওভারকাম করতেই আজকের সভা করা।