যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন দেশটিতে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন তিনি।

এ সময় আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ ও নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রায় একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের প্রবাসীবান্ধব নীতি ও পদক্ষেপসমূহের বর্ণনা করে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এ সময় প্রবাসীদের সেবার মান বাড়ানোর বিষয়ে মন্ত্রী কনস্যুলেটকে দিক নির্দেশনা দেন। কনসাল জেনারেল কনস্যুলেট পরিদর্শনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও প্রতিনিধি দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় জাতিসংঘ পুলিশ সামিট অনুষ্ঠান। সামিটে অংশ নেওয়ার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।