রবীন্দ্রনাথ সরকার, রংপুর জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের (বুধবার) রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় জনসভাকে সফল করতে কাজ করছে সিটি করপোরেশন ও জাতীয় পার্টি। এরই মধ্যে প্রচারণা ও বিভিন্ন গেট ব্যানার টাঙ্গিয়েছে তারা। আড়াই লাখ পানির বোতল নিয়ে মাঠে থাকবে জাপা নেতাকর্মীরা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর রংপুর আসছেন। আমরা দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। জনসভাকে সফল করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে যতটুকু সাধ্য দলকে অর্গানাইজড করে আমরা জনসভায় যাবো। সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে আড়াই রাখ বোতল পানির ব্যবস্থা করেছি। যাতে তীব্র রোদে কিছুটা হলেও মানুষ শান্তি পায়। এছাড়াও সিটি করপোরেশনের অর্থায়নে আমরা জনসভায় আইনশৃঙখলা পরিস্থিতি মোকাবেলায় সিসি ক্যামেরা বসিয়েছি। যেটা দেখভাল করছে মহানগর পুলিশ। এছাড়াওর আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে গেট দিয়েছি। প্রচারণা চালাচ্ছি।

তিনি বলেন, আপনারা জানেন রংপুর মহানগরীতে জাতীয় পার্টির শক্ত সাংগঠনিক শক্তি আছে। মুল দল ছাড়াও সহযোগি সংগঠনগুলোর ৩৩ টি ওয়ার্ডে কমিটি আছে। আমরা আশা করছি একটা বিপুল জনবল নিয়ে আমরা মাঠে থাকবো।

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি রংপুর নগরীকে বাসযোগ্য ও টেকসই উন্নয়ন করতে চাইলে শ্যামাসুন্দরী খাল খননের কোন বিকল্প নাই। সেকারণে প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি আমরা ৯৬১ কোটি টাকার একটি শ্যামাসুন্দরী প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছি। এছাড়াও অবকাঠামো উন্নয়নে ১৬০০ কোটি টাকার একটা ডিপিপি সাবমিট করা আছে। নগরীর উন্নয়নে তিনি যদি এই দুটি প্রকল্প অনুমোদন করেন তাহলে বদলে যাবে রংপুর। রংপুরের মানুষ তার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।

আগামীকাল বুধবার রংপুর জিলা স্কুল মাঠে মহানগর ও জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় সভাপতিত্ব করবেন রংপুর মহানগর আহবায়ক ডা. দেলওয়ার হোসেন।