যার নামে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নিবন্ধন করা হবে তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে কোনোভাবেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেয়া হবে না।
মঙ্গলবার (৫ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে এই বাধ্যবাধকতা চালু হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৭ শিক্ষার্থী
অফিস আদেশে বলা হয়, কার্যবিবরণীর সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে।ইভিং লাইসেন্স ছাড়া কোনও মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।
অভিযোগ আছে, মোটরসাইকেল বিক্রির সময় শিক্ষানবিশ সনদ দেখানো বাধ্যতামূলক থাকলেও তা মানা হতো না। সাম্প্রতিক সময়ে মোটরসাইকেলের দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।