পবিত্র ঈদুল ফিতরের ছয়দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) অফিস খুলেছে। টানা ৬ দিন ঈদ আনন্দে মেতেছিল মুসলমানরা। যদিও এখনো নগরে ফিরতে পারেনি শেকড়ে টানে গ্রামে যাওয়া নাগরিকরা।

গত শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হয় গেলো বুধবার। সাপ্তাহিক দুই দিন মিলে এবারের ঈদে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের সরকারি ছুটি। এদিকে, আজ ব্যাংক-বিমা খুলেছে। এদিন সাধারণ সময়সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন হবে। ব্যাংকের লেনদেনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আগেই নির্দেশনা দিয়েছিল।

সাধারণ সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। তবে অন্যান্য কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ ব্যাংক বিমা ও অফিস আদালত খুললেও আগামীকাল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত দুই বছর বিধি-নিষেধ ছিল। এই বিধি-নিষেধের কারণে গত দুই বছর অনেকেই ঈদ উদযাপনে গ্রামের বাড়ি যেতে পারেননি। এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত চিত্র চোখে পড়ে। লাখ লাখ মানুষ গ্রামে ঈদ উদযাপন করতে যাওয়ায় ঢাকা ফাঁকা হয়ে যায়। এখন আবার ঢাকায় ফিরছেন মানুষ।