সিস্টেম আপগ্রেডেশনের কারণে আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ সার্ভিস ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সম্প্রতি আবাসিক প্রিপেইড মিটার গ্রাহকদের পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে আবাসিক প্রিপেইড মিটার গ্রাহকদের উদ্দেশ্যে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেডেশন জনিত কারণে মঙ্গলবার (১ নভেম্বর) ০০:০১ ঘটিকা হতে ২৩:৫৯ ঘটিকা পর্যন্ত প্রিপেইড গ্যাস মিটার পিওএস রিচার্জ সার্ভিস বন্ধ থাকবে।
গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।