গত কয়েকদিনের তুলনায় শুক্রবার (৮ জুলাই) ঢাকার একমাত্র নদীবন্দর সদরঘাটে ঈদে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। যাত্রীদের অভিযোগ, আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।
তবে নৌবন্দর কর্তৃপক্ষের দাবি, বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ তারা পাচ্ছেন না, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আজ সকালে সরেজমিনে সদরঘাট এলাকায় ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ দলে দলে টার্মিনালে প্রবেশ করছেন।
যাত্রীদের আকৃষ্ট করতে হাঁকডাকে ব্যস্ত থাকতে দেখা গেছে লঞ্চের স্টাফদের। পরিপূর্ণ যাত্রী নিয়ে একে একে ছেড়ে যাচ্ছে লঞ্চ। ‘ফারহান’ লঞ্চের স্টাফ সুমন বলেন, সেতু চালুর পর আমরা যাত্রীই পাচ্ছিলাম না।
ডেকে অর্ধেক যাত্রী ও অর্ধেক বেশি কেবিন ফাঁকা রেখেই লঞ্চ ছাড়তে হয়েছে। তবে আজ গার্মেন্টস ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ছুটি হওয়ায় যাত্রীর চাপ বেড়েছে। আমাদের লঞ্চে ধারণক্ষমতা ৬৭০।
৭৫টি কেবিনের সবগুলো বিকেল পাঁচটার আগেই বুকিং হয়ে গেছে। ডেকের যাত্রীও প্রায় পরিপূর্ণ। ‘মানিক ১১’ লঞ্চের স্টাফ রফিকুল ইসলাম বলেন, লঞ্চে আজ যাত্রীর চাপ বেশি। আমাদের এখানে ধারণক্ষমতা ৪২৪। কয়েকটি কেবিন ফাঁকা আছে। তবে যাত্রীর চাপ বেশি, কেবিন বুকিং হয়ে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।