বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে বাংলাদেশের মানুষও। রাজনীতিবিদরাও তার বাইরে নন। তারাও খেলা দেখেন, উল্লাস করেন, তর্ক-বিতর্কে জড়ান। খেলার বিশ্লেষণও করেন। আলোচনা করেন নেতাকর্মীদের সঙ্গে।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুজনেরই পছন্দ ব্রাজিল। বিশ্বকাপে প্রধানমন্ত্রীর পছন্দের দল ব্রাজিল বলে তার প্রেস উইং সূত্রে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম (খালেদা জিয়া) বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করেন।
আরোও পড়ুন:
বরিশালে বিএনপি নেতার স্ত্রীকে গলা কেটে হত্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ল্যান্ড ল’ ক্লাবের নতুন কমিটি গঠন
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাজিদা ফাউন্ডেশন
দুই দলের সব নেতারই পছন্দ যে ব্রাজিল, তা নয়। তাদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকই বেশি। আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি অন্য দলগুলোর নেতাদের বড় অংশও ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের আর্জেন্টিনার সমর্থক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আর্জেন্টিনার সমর্থক। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ চৌধুরী ব্রাজিলের সমর্থক। দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু আর্জেন্টিনা সমর্থক। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও আর্জেন্টিনার সমর্থন করেন। তিনি আশা করেন, এবার মেসিরা বিশ্বকাপ জিতবেন। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী আর্জেন্টিনার সমর্থক। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীও আর্জেন্টিনার সমর্থক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।