নিউইয়র্ক সময় শুক্রবার সকালে (বাংলাদেশ সময় রাত ৯টায়) হাইব্রিড প্লাটফর্মে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিবের আহ্বানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত কমিটির এ বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি এবং অর্থসংকট নিরসনে গঠিত জাতিসংঘের ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ’ নামক বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ।
যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বৃহস্পতিবার (১৯ মে) ফেসবুক বার্তায় লিখেন- চলমান বিশ্বের সংকট মোকাবিলায় জাতিসংঘের মহাসচিব ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ’ গঠন করেছেন। বিশেষ করে খাদ্য, জ্বালানি এবং অর্থসংকট নিয়ে কাজ করবে এই কমিটি এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন সংস্থাকে সহায়তা করবে।
মহাসচিবের সভাপতিত্বে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে থেকে ৬ জন সদস্য নিয়ে গ্রুপটি গঠন করা হয়। গ্রুপের সদস্যরা হলেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান সেনাগালের রাষ্ট্রপতি, জি ২০ এর চেয়ারম্যান ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি,
জি ৭ এর চেয়ারম্যান জার্মানির চান্সেলর, কারিকম এর চেয়ারম্যান বারবাডোজের প্রধানমন্ত্রী, ডেনমার্কের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।