জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ।

তাকে বলা হয় দেশের, ডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিপ্লবের নেপথ্যের নায়ক। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির একমাত্র ছেলে জয়।

নানা শেখ মুজিবুর রহমানের দেয়া ‘জয়’ ও নানি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার দেয়া ‘সজীব’ মিলিয়ে নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। কম্পিউটার বিজ্ঞানী সজীব আহমেদ জয় বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নিলেও জয় তার স্নাতক পর্ব সেরেছেন কম্পিউটার সায়েন্সে- প্রথমে ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে, পরে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে।

আওয়ামী লীগের রাজনীতিতে তার ভূমিকা উজ্জ্বল হয়ে ওঠে ২০০৮ সালের সংসদ নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণার মধ্য দিয়ে। এ ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব শেখ হাসিনার পাশাপাশি দলের নীতিনির্ধারকদের উপলব্ধি করতে সহায়তা করেন সজীব ওয়াজেদ জয়।