অতীতে বিএনপি-জামাত নির্বাচনের নামে প্রহসন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের ষোলঘর চাঁদপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের পঞ্চমতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েকমাসে নির্বাচন পক্রিয়াকে সক্রিয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করবার জন্য যতগুলো প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার প্রত্যেকটি প্রদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার। এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি। বিএনপি-জামাত যখন ক্ষমতায় ছিল, তারা এসব কাজগুলোত করেইনি বরং এখন নানা ধরণের কথা বলছে। তারা তখন নির্বাচনের নামে যে প্রহসন করেছে, তার কথা নাই বললাম।
আজকে তারা যেসব কথা বলছে এটি সব সময়ই তাদের অভ্যাসগত ব্যাপার। অর্থাৎ নির্বাচন পক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা। বিএনপির কাছে ওই নির্বাচনই গ্রহনযোগ্য যাতে তাকে জয়ী ঘোষণা করা হয়। এটাত গণতন্ত্র হতে পারে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।