৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হলো। সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট ছেড়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। ২০টি ছোট বড় যান ও ১৫টি মোটর সাইকেল নিয়ে ফেরিটি শিমুলিয়া ঘাট এলাকা ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষামূলকভাবে সোমবার (৪ অক্টোবর) ফেরি চালু করা হলো। সফল হলে সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলোমিটার আপ-এ লাল বয়াটি পুনঃস্থাপন করে। শিমুলিয়া ঘাট থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে।

তবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার টার্গেট থাকবে। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ফেরিগুলো ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে আসবে। তবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে আসার টার্গেট থাকবে। পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গেল ১৮ আগস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।