পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরিটি উত্তোলনের কাজ শুরু করেছে জেনুইন এন্টারপ্রাইজ। আজ সোমবার সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান।
তিনি বলেন, ইতোমধ্যে জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল ফেরির ভেতর দিয়ে দেড় ইঞ্চি ওয়ার তার প্রবেশ করিয়ে ৭ ইঞ্চি ওয়ার তার বের করেছে এবং এখন হুক লাগানোর কাজ চলছে। দুপুরের মধ্যে ফেরিটি উত্তোলনের কাজ শুরু হবে।
এর আগে গত (২৭ অক্টোবর) যান্ত্রিক ত্রুটি নিয়ে পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম উদ্ধার অভিযান শুরু করে।
সব যানবাহন উদ্ধারে সক্ষম হলেও ফেরি উদ্ধারের সক্ষমতা ছিল না হামজা-রুস্তমের। এ কারণে ফেরি উদ্ধারের জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।