দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়। এ অর্থ যেন যথাযথভাবে ব্যবহার হয়, সেদিকে নজর রাখবে দুদক। এক্ষেত্রে দুদকের কোনো গাফিলতি যেন না থাকে তা লক্ষ্য রাখা হবে।
দুর্নীতিবাজদের ছাড় দেয় না দুদক, ভবিষ্যতেও দেবে না। মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সক্ষমতা বাড়াতে দুদকের সাংগঠনিক কাঠামো বাড়ানো হচ্ছে উল্লেখ করে জহুরুল বলেন, চলতি বছরের জুলাইয়ে দেশের আরও ১৩টি জেলায় কার্যালয় স্থাপন করতে যাচ্ছে কমিশন।
এতে জনগণ আরও সহজে দুর্নীতির অভিযোগ দিতে পারবেন এবং দুর্নীতিবাজদের মনে ভীতির সঞ্চার হবে। তিনি আরও বলেন, বর্তমান ২২টির সঙ্গে নতুনগুলো যুক্ত হলে মোট ৩৬ জেলায় সমন্বিত জেলা কার্যালয় হবে দুদকের। এতে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও সম্প্রসারিত ও জোরদার হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।