দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকার আওতায় ৬ কোটি ৩৯ লাখের বেশি মানুষ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৮৬ লাখ ৩৪ হাজার ৭৭৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৩৯ লাখ ১৩ হাজার ৫৭৭ জন। সব মিলিয়ে ১৬ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৩৫২ ডোজ টিকা দেওয়া হয়েছে।
দেশে গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৫৮৯ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৪৭ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।