নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক বসছে আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, বৈঠকে নাম পাওয়ার বিষয় নিয়ে করণীয় ঠিক করতে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। আগামী শনিবার ও রোববার (১২-১৩ ফেব্রুয়ারি) আরও দুইটি বৈঠক করা হবে সুধীসমাজ ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নির্বাচন সংক্রান্ত বিশেষজ্ঞদের নিয়ে।
তাঁদের কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে, তা নেওয়া হবে। এর সাথে রোববারই শেষ হচ্ছে নুরুল হুদা কমিশনের মেয়াদ। সে হিসেবে এবার নির্বাচন কমিশন গঠনে দেরি হতে পারে বলেই সংশ্লিষ্টরা ধারণা করছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকবে।
সেখানে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শূন্য হওয়ার পর কিছুদিন নির্বাচন কমিশন না থাকাটা অস্বাভাবিক হবে। তবে শূন্য রাখা যাবে না, এ ধরনের কোনো কথা বলা নেই। অতীতেও কয়েকবার কিছু সময়ের জন্য দেশে নির্বাচন কমিশন ছিল না। এবারও যৌক্তিক কারণে নতুন নির্বাচন কমিশন গঠনে দেরি হলে তেমন সমস্যা হবে বলে মনে হয় না। তাছাড়া এখন তো গুরুত্বপূর্ণ কোনো নির্বাচনও নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।