নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইভীর জয়ের আনন্দে ভাসছে দূরের জেলা রাজবাড়ীও। কারণ, রাজবাড়ী জেলাতেই ডা. সেলিনা হায়াৎ আইভীর শ্বশুরবাড়ি। রাজবাড়ীর সন্তান নিউজিল্যান্ড প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার কাজী আহসান হায়াতের স্ত্রী তিনি।
রোববার (১৬ জানুয়ারি) রাতে সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের খবরে রাজবাড়ীতে তার শ্বশুরবাড়িতে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছেন সুধীজন ও রাজনৈতিক নেতারা।
জানা যায়, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর রাজবাড়ী জেলা শহরের সরকারি আদর্শ মহিলা কলেজের পেছনের এলাকার কাজী আহসান হায়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আইভী। তাদের সংসারে কাজী সাদমান হায়াৎ সীমান্ত ও কাজী সারদিল হায়াৎ অনন্ত নামে দুই ছেলে রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বার মেয়র নির্বাচিত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।