খুলনার পাইকগাছায় অস্বচ্ছল আরো ১৩ বীর মুক্তিযোদ্ধার আশ্রয় হবে বীর নিবাসে ।প্রকল্পের ২য় পর্যায়ে দুটি প্যাকেজে পাঁকা ভবন পাচ্ছেন। এ দিকে ভবন নির্মাণের জন্য বৃহস্পতিবার লটারী করে ঠিকাদার নির্বাচন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের উপস্থিতিতে তার দপ্তরে এ লটারী সম্পন্ন হয়। ১ম প্যাকেজের লটারীতে পাইকগাছার লক্মীখোলা ট্রেডার্স ও ২য় প্যাকেজে মেসার্স জনতা ট্রেডিং ১ম হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান সহ লটারীতে অংশ গ্রহনকৃত ঠিকাদাররা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করবেন উপজেলা প্রশাসন। প্রত্যেক ঘর প্রতি বরাদ্দ রয়েছে- ১৪ লাখ ১০ টাকার উপরে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ( পিআইও) ইমরুল কায়েস জানান, ১ম পর্যায়ে উপজেলার বিভিন্ন গ্রামে অস্বচ্ছল ১২ বীর মুক্তিযোদ্ধার নামে বরাদ্দকৃত ঘরের নির্মান কাজ শেষ পর্যায়ে।