ছেলের বাসায় ঘরবন্দি করে রাখা ব্যবসায়ী ও সাবেক এমপি করিম উদ্দিন ভরসাকে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬ মার্চ তার ছেলে সাইফুল উদ্দিন ভরসাকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা, ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা ও ব্যারিস্টার সাবরিনা জেরিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
জানা গেছে, করিম উদ্দিন ভরসা মোট ১৬ সন্তানের জনক। তিনি প্রায় ৯ মাস ধরে তারই ছেলে সাইফুল উদ্দিন ভরসা বাসায় বন্দি অবস্থায় আছেন। অপর সন্তানরা তার সঙ্গে দেখা করা কিংবা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তাই প্রতিকার চেয়ে ও বাবার সান্নিধ্য পেতে করিম উদ্দিন ভরসার ১৬ সন্তানের মধ্যে মো. শফিকুল ইসলাম ভরসাসহ ৯ সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজিসহ মোট সাতজনকে বিবাদী করা হয়।
কলমকথা / বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।