বিএনপি এখন শিক্ষাঙ্গনেও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে গণমাধ্যম কর্মীদের সাথে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সারা দেশে বিএনপির বিভিন্ন স্থানে বিশৃংখলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।
তারা দেশের সর্বোচ্চ আদালতের সামনে বহিরাগতদের নিয়ে সমাবেশ ঘটিয়ে সেখানেও তারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। এগুলোর পেছনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিশ্চয়ই হাত আছে।
তার নির্দেশে বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডা চালাচ্ছে। আমাদের দলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশৃংখলা সৃষ্টিকারীদের প্রতিহত করবে।
তিনি বলেন, পদ্মাসেতু শুধু উন্নয়নযজ্ঞ নয় এটি বাংলাদেশের সক্ষমতার প্রতিক। এটির নির্মাণ কাজ শেষ হওয়ায় বিএনপি ও ড. ইউনূছসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ শুরু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।