![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/99ff2e518f554e39.jpg)
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আজ সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় বিশিষ্টজনদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এ কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় গত ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে।
সেদিন ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে এসেছিলেন মাত্র ১৩ জন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মতামত ও পরামর্শ নেয়ার জন্য ইসি এ সংলাপের আয়োজন করেছে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নিজেদের কর্মপন্থা ঠিক করবে ইসি।
জানা গেছে, আজকের সংলাপে দেশের ৪০ জন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানোর কথা ছিলো। তবে শেষ পর্যন্ত ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিরা আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় আছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।