আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের কাছে আমদানি করার জন্য পাঁচ মাসের রিজার্ভ আছে। রিজার্ভ কমে গিয়েছিল, এখন আবার বাড়ছে।
দেশের মানুষকে মেরে উন্নয়ন করা, এমন উন্নয়ন শেখ হাসিনা চান না। আগে দেশের মানুষকে বাঁচাতে হবে তারপর বড় বড় মেগা প্রকল্প পুনরায় হাতে নেয়া হবে।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কবে সেক্রেটারি জেনারেল হয়েছেন তার মনে নেই।
সম্মেলন কবে হয়েছে তা তিনি জানেন না। তিনি আরও বলেন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ভোট চুরি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে। গতকাল দেশের আকাশে যে মেঘ ছিল তা কেটে গেছে, আতঙ্ক দূর হয়েছে। দেশের মানুষের মধ্যে স্বস্তি এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।