![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/d4e18d2a-a206-4b09-a978-63c9d5a8c393_nn.jpg)
ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি
ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি
ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পাঠানো হচ্ছে। মরদেহগুলো দুটি ফ্লাইটে দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম ফ্লাইট এবং রোববার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পৌঁছাবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস সূত্রে জানা যায়, একজন নাগরিকের মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম ত্যাগ করবে। এই ফ্লাইটটি ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে৷ আরও এক জনের মরদেহ নিয়ে দ্বিতীয় ফ্লাইট ১১ ফেব্রুয়ারি রোম ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এই ফ্লাইট ঢাকায় পৌঁছাবে ১৩ ফেব্রুয়ারি। বাকি সব মরদেহের জন্য ফ্লাইট বুকিং করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। দূতাবাস মরদেহ দ্রুততম সময়ে প্রত্যাবাসনের জন্য ইতালিয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।